সরকার ক্ষমতার মেয়াদ পূর্ণ হওয়ার একদিন আগেও পদত্যাগ করবে না
বললেন অ্যাডভোকেট কামরুল
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতার মেয়াদ পূর্ণ হওয়ার একদিন আগেও পদত্যাগ করবে না। ক্ষমতার মেয়াদ পূর্ণ হওয়ার পরে নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অধীনেই সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। সে নির্বাচনে জনগণের ভোটে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এ দেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। তিনি গতকাল শুক্রবার সকালে মডেল থানার কালিন্দী পারজোয়ার উচ্চবিদ্যালয় মাঠে কালিন্দী ইউনিয়ন আওয়মী লীগের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, করোনা কালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই করোনার মোকাবিলা করতে সক্ষম হয় বাংলাদেশ। বিদেশে সে সময় করোনার টিকা টাকার বিনিময়ে দেয়া হলেও আমাদের দেশে বিনা পয়সায় টিকা দেয়ার ব্যবস্থা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বময় মন্দার সময়েও প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমাদের দেশ ভালোভাবে পরিচালিত হচ্ছে।