ঢাকা ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

তিন জেলায় চারজন নিহত

তিন জেলায় চারজন নিহত

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ইঞ্জিনিয়ারসহ দুইজন, শেরপুরের নকলায় বাসের ধাক্কায় ট্রলি চালক এবং ময়মনসিংহের হালুয়াঘাটে ভ্যানচালক নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় রেলওয়ে ইঞ্জিনিয়ারসহ দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- গাইবান্ধা জেলা শহরের বাসিন্দা রেলওয়ে ইঞ্জিনিয়ার হামিদুল ইসলাম ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের রামপ্রসাদ হালদারের ছেলে মাছ ব্যবসায়ী কানাই হালদার। সদর থানার ওসি হুমায়ন কবির আলোকিত বাংলাদেশকে জানান, গতকাল শনিবার মাছ ব্যবসায়ীসহ ৫ জন রায়গঞ্জ থেকে ভ্যানযোগে শহরের মালশাপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় শহরের নিউ মার্কেটের সামনে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কানাই হালদার নিহত হন। এদিকে গত শুক্রবার বঙ্গবন্ধু সেতু পশ্চিপপাড় মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় অজ্ঞাত এক ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রেলওয়ে ইঞ্জিনিয়ার হামিদুল ইসলাম নিহত হন। পুলিশ তাদের লাশ উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় গতকাল শনিবার ঢাকাগামী বাসের ধাক্কায় ফারুক হোসেন নামের ট্রলি চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তিনি সদর উপজেলার সূর্য্যদি গ্রামের আব্বাস আলীর ছেলে এবং পেশায় ট্রলির চালক ছিলেন। নকলা থানার ওসি রিয়াদ মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে গার্মেন্টস কর্মীদের নিয়ে আনন্দ ভ্রমণে আসা বাস চাপায় আলামিন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার আমতৈল ইউনিয়নের সরচাপুর গ্রামের সাবেদ আলীর ছেলে। গত শুক্রবার উপজেলার আঞ্চলিক সড়কের সরচাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হালুয়াঘাট থানার ওসি মো. শাহীনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত