ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দুই জেলায় দুইজনকে হত্যা

দুই জেলায় দুইজনকে হত্যা

বাগেরহাটে দলীয় প্রতিপক্ষে হামলায় আ.লীগ সদস্য এবং মেহেরপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী মারা গেছে। গতকাল শনিবার প্রতিনিধিদের পাঠানো খবর-

বাগেরহাট : কচুয়া উপজেলায় গজালিয়া ইউনিয়নের আলীপুর গ্রামে দলীয় কোন্দলের জেরে প্রতিপক্ষ গ্রুপের হামলায় আওয়ামী লীগ সদস্য মোজাহার মোল্লা নিহত হয়েছেন। সকালে আলীপুর গ্রামে দলীয় প্রতিপক্ষ শেখ আফসার গ্রুপের হামলায় গজালিয়া ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হাফিজুর রহমান গ্রুপের সদস্য মোজাহার মোল্লা নিহত হন।

মোজাহার মোল্লার ভাতিজা মোল্লা আজিজুল ইসলাম জানান, দলীয় কোন্দলের জেরে নব্য আওয়ামী লীগের শেখ আফসার গ্রুপের সদস্যরা দা, লাঠিসোঁটা ও সড়কি নিয়ে গজালিয়া ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হাফিজুর রহমান গ্রুপের লোকজনের উপর হামলা চালায়। এসময়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হাফিজুর রহমানের চাচাতো ভাই আওয়ামী লীগ সদস্য মোজাহার মোল্লাকে ঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে ধারালো অস্ত্র ও সড়কি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়। স্থানীয়রা তাকে বাগেরহাট ২৫০ বেড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জেলা পুলিশের মিডিয়া সেল কর্মকর্তা পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম জানান, আলীপুর গ্রামে প্রতিপক্ষ শেখ আফসার গ্রুপের হামলায় ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোজাহার মোল্লা নিহত হয়েছেন। হত্যাকান্ডের খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

মেহেরপুর : মুজিবনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামীর লাঠির আঘাতে প্রাণ গেল গৃহবধূ দুই সন্তানের জননী রিতা খাতুনের। ঘটনাটি ঘটেছে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের পূর্বপাড়ায়। মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, গত ১ জানুয়ারি পারিবারিক বিষয়কে কেন্দ্র করে স্বামী জাকারুল ও তার স্ত্রী রিতা খাতুনকে হাসুয়া ধার দেয়া বেলেট দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয়রা তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা ঢাকায় রেফার করেন। ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করলে গতকাল শনিবার রিতা মারা যান।

পুলিশ স্বামী মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস পূর্ব পাড়ার বাবলুর ছেলে জাকারুল ইসলামকে আটক করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত