ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আনসার সদস্যের প্রতিষ্ঠান থেকে ভাড়া উত্তোলনের অভিযোগ

আনসার সদস্যের প্রতিষ্ঠান থেকে ভাড়া উত্তোলনের অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জোর জবরদস্তি করে এক আনসার সদস্যর দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের দুই মাস থেকে ভাড়া উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ভুক্তভোগী আনসার সদস্য মো. খলিলুর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খলিল উপজেলার গালুয়া ইউনিয়নের বড় গালুয়া এলাকার মৃত সায়জদ্দিনের ছেলে ও গালুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আনসার সদস্য। আওয়ামী লীগ নেতার নাম মো. ফিরোজ হাওলাদার। তিতি গালুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও পাকাপুল এলাকার মৃত মহের উদ্দিনের ছেলে।

দুই ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়াটিয়া রুবেল ও আলম জানান, অনেক বছর আগে থেকেই খলিলুর রহমানের কাছ থেকে মাসিক ভাড়ার চুক্তিতে ভাড়া নেই এবং প্রতিমাসে ভাড়ার টাকা পরিশোধ করে আসছি। কিন্তু হঠাৎ করে গত দুই মাস থেকে ফিরোজ ও আব্দুর রহমান আমাদের কাছ থেকে জোর জবরদস্তি করে ভাড়ার টাকা নিয়ে যায়। বর্তমানে তারা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বলেও দাবি করেন।

ফিরোজ হাওলাদার জানান, খুশি হয়ে খলিলকে আমি জায়গা দিয়ে ছিলাম। তিনি ওই জায়গায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে ভাড়া দিয়েছিল। এখন আর খলিলকে জায়গা দেব না। এ ব্যাপারে রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত