ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সুস্থ মন গড়তে ক্রীড়ার বিকল্প নেই

বললেন প্রাণিসম্পদ মন্ত্রী
সুস্থ মন গড়তে ক্রীড়ার বিকল্প নেই

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুস্থ জাতি, সুস্থ দেহ ও সুস্থ মন গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই বলেই এ খাতকে সবসময় প্রাধান্য দিয়ে আসছেন। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই, শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব সরকার বলেই, তার সময় দেশের ও দেশের বাইরে ক্রীড়া অঙ্গনের বিকাশ সূচিত হয়েছে। গতকাল শনিবার পিরোজপুর জেলা স্টেডিয়াম মাঠে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় অনূর্ধ্ব ১৭ বয়সের মোট ৮টি ইভেন্টে তিন দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আসীন হবার পর ক্রীড়া ক্ষেত্রে যে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন বাংলাদেশের ইতিহাসে তা আর কোন সরকার দেয়নি। আলোকিত সমাজ গড়ার জন্যও এই টুর্নামেন্ট ভূমিকা রাখবে বলে মন্তব্য করে অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের যে চেতনা তা শিশুদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য এই টুর্নামেন্ট ভূমিকাও রাখবে। নিজেকে বিকশিত করতে হলে আদর্শিক সুশিক্ষায় নিজেকে গড়ে তোলার কোনো বিকল্প নেই।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীব ও বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ও সাংবাদিক গৌতম চৌধুরী, অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাধবী রায়, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়াম জাহান, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠুসহ ক্রীড়া সংস্থার সদস্যরা, জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন পর‌্যায়ের নেতারা এবং খেলা দেখতে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা গেমস উপভোগ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত