শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
শীতের তীব্রতা বাড়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
বগুড়া : সারিয়াকান্দি উপজেলার ডোমকান্দি আশ্রয়ণ কেন্দ্রের শীতার্ত মানুষের মাঝে জেলা প্রশাসক কার্যালয়ের উদ্যোগে ১৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এসব কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মিঠু প্রমুখ।
কুড়িগ্রাম : কুড়িগ্রামে ক্লাব-৮৪ এর উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার পৌরসভা চত্বরে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজিউল ইসলাম, পৌর কাউন্সিলর রোস্তম আলী তোতা, হারুনুজ্জামান হারুন, ক্লাব-৮৪ এর সভাপতি আলম হায়দার, সাধারণ সম্পাদক সামিউল হুদা লাভলু, ক্লাব-৮৪ এর সদস্য নাজমা বেগম সরকার দিনা, মালা দেব প্রমুখ। এ সময় পৌর এলাকার ৩৫০ শীতার্তদের হাতে কম্বল তুলে দেয়া হয়।
মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালী উপজেলার আখচাষি কল্যাণ ভবনের সামনে গতকাল শনিবার মধুখালীর কৃতী সন্তান দক্ষিণ-পশ্চিম বঙ্গের সিংহ পুরুষ ফরিদপুর-১ আসনের উন্নয়নের রূপকার সাবেক এমপি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য মো. আব্দুর রহমানের পক্ষ থেকে উপজেলার একটি পৌরসভা ও ১১ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ১২০০ কম্বল বিতরণ করে মধুখালী উপজেলা আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, প্রচার সম্পাদক আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ ফারুক হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম পাঁচু, সহ-দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা মুরাদ হোসেন, গাজনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন মিয়া, ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকির হোসেন টোকনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা ও উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ উপস্থিত ছিলেন। উপজেলায় মোট ১ হাজার ২০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া : জেলা প্রশাসনের সহায়তায় সংবাদপত্র বিতরণকর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার প্রেসক্লাব মিলনায়তনে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন। জেলার বিশিষ্ট সংবাদপত্র এজেন্ট ‘রেকটো’র স্বত্বাধিকারী আশিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা ও মো. আরজু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহিন, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ইব্রাহিম খান সাদাত, সংবাদপত্র এজেন্ট সৈয়দ রিয়াজ আহমেদ অপু। এ সময় ব্রাহ্মণবাড়িয়া হকার্স অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ বিটু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শুক্কুর আলী উপস্থিত ছিলেন। পরে ৩০ জন সংবাদপত্র বিতরণ কর্মীর মাঝে জেলা প্রশাসন থেকে দেয়া কম্বল বিতরণ করা হয়।