জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মো. তাজুল ইসলাম, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাসে ৯২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৩টি বিদ্যালয়ের ১৩টি ভবন জরাজীর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এসব ভবন ভেঙে না ফেলায় ঝুঁকি নিয়ে চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। আশঙ্কা করা হচ্ছে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ৩০ নভেম্বর অনুষ্ঠিত উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর হালনাগাদ তথ্য সংযোজন করা হয়। এতে দেখা যায়, উপজেলার মজিদপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাকান্দি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দ নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঐচারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাকান্দি পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগতপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, খানেবাড়ি গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মজিদপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩টি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। দীর্ঘ তিন মাস অতিবাহিত হলেও এসব ভবন ভেঙে ফেলার কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। ফলে ঝুঁকি নিয়ে চলছে এসব ভবনে পাঠদান কর্মসূচি। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার লায়লা পারভীন বানু বলেন, আমরা ১৩টি বিদ্যালয়ের ১৩টি ভবন এবং একটি ভবনের মধ্যে পড়ে থাকা গাছ পরিত্যক্ত ঘোষণা করেছি। আমরা উক্ত তালিকা উপজেলা প্রকৌশলীর অফিসে পাঠিয়েছি।