ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

লালমনিরহাটে আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমা

লালমনিরহাটে আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমা

আখেরি মোনাজাতে শেষ হয়েছে লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার ধরলা নদীর তীরে শুরু হওয়া তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। এ সময় শীত ও কুয়াশা উপেক্ষা লালমনিরহাট জেলার ৫ উপজেলাসহ রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম জেলাসহ পাশর্^বর্তী দেশ ভারতের লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। গত বৃহস্পতিবার ফজর থেকে ধরলা নদীর তীরে এ আঞ্চলিক ইজতেমা শুরু হয়। এতে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ইসলামি বক্তারা অংশ নেন। মোনাজাতে বাংলাদেশ ও বিশ্বের সব মুসলিম উম্মাহর শান্তি কামনা, মহামারি থেকে পরিত্রাণ ও আসন্ন বিশ্ব ইজতেমার সফলতা কামনায় দোয়া করেন ঢাকার কাকরাইল জামে মসজিদের ইমাম মাওলানা বোরহানউদ্দিন। স্থানীয় মুরুব্বীরা জানান, দীর্ঘ ২৪ বছর পর পাটগ্রামে পৌর এলাকায় আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১৯৯৯ সালে উপজেলার মির্জারকোট হাইস্কুল মাঠে ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে প্রতিবছর লালমনিরহাট সদরেই আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হতো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত