ঈশ্বরদীতে রিকশাচালক হত্যা

কাউন্সিলরকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে গতকাল শনিবার রিকশাচালক মামুন হোসেন গুলিতে নিহত হওয়ার ঘটনায় পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগের সভাপতি কামাল উদ্দিন এবং তার ভাতিজা ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হৃদয় হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে। পরে এলাকাবাসীরা জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস ও পৌর মেয়র ইসাহক আলী মালিথার বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করে কাউন্সিলরের মুক্তির দাবি জানায়। এলাকাবাসী দাবি করে বলেন, পরপর দুইবারের নির্বাচিত কাউন্সিলর কামাল উদ্দিন গত বুধবার রাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। অনার্স পড়ুয়া ছাত্রলীগ নেতা হৃদয় হোসেনও হত্যার ঘটনার সাথে সম্পৃক্ত নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কামাল উদ্দিন ও হৃদয় হোসেনের নামে মামলা এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত আসামিদের গ্রেপ্তার এবং নির্দোষীদের মুক্তির দাবি জানানো হয়। কাউন্সিলর কামাল উদ্দিনের স্ত্রী শারমিন সুলতানা স্বপ্না, রেখা খাতুন, রীমা খাতুন প্রমুখ এসময় বক্তব্য রাখেন। এবিষয়ে ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা বলেন, কাউন্সিলর কামাল উদ্দিন পর পর দুইবারের নির্বাচিত জনপ্রতিনিধি। আমি শতভাগ নিশ্চিত হত্যাকাণ্ডের সাথে কামালের কোন সম্পৃক্ততা নেই।