ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার

নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও বাজার হতে চাঠাতিপাড়া গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার করেছে একজন সমাজসেবক। গত শনিবার সকাল হতে মুন্সীগঞ্জের আকাশ জুড়ে ঘন কুয়াশা আর শীতে যখন সবার নাকাল অবস্থা। এর মধ্যে শ্রমিকের সাথে কোঁদাল হাতে নিয়ে রাস্তা সংস্কার কাজে নেমে পড়েন ওই পাঁচগাঁও এলাকার সমাজসেবক মিজানুর রহমান মোল্লা। এর আগে পদ্মা নদীর চরাঞ্চলের পরিত্যক্ত জমি হতে নিজ অর্থায়নে মাটি কিনে ট্রলার ঘাটে এনে পরে ওই মাটি ট্রলীতে ভরে এনে শ্রমিকের সাথে রাস্তা সংস্কার কাজে নেমে পড়েন তিনি। ২০ জন শ্রমিকের সাথে নিজে কাজ করে সংস্কার করে দেন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও বাজার হতে চাঠাতিপাড়া গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা। জানা গেছে, পাঁচগাঁও বাজার হতে চাঠাতিপাড়া গ্রাম পর্যন্ত কাঁচা রাস্তা গত কয়েকবছর ধরে সংস্কার না করায় এ রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এছাড়া রাস্তার পাঁচগাঁও বাজার সংলগ্ন একমাত্র ব্রিজটির দু-পাশের মাটি ধ্বসে গিয়ে ব্রিজের উপর দিয়ে যানচলাচল করতে খুব কষ্টকর হয়ে পড়েছিল। ফলে পাঁচগাঁও বাজার হতে পণ্য পরিবহণ করতে চাঠাতি পাড়া গ্রাম ও পাঁচগাঁও গ্রামের উত্তরাংশের লোকজনসহ আশপাশের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এ ব্যাপারে পাঁচগাঁও বাজারের ব্যবসায়ী নুরু বেপারী বলেন, প্রতিদিন এ রাস্তা দিয়ে আমাকে দোকানে যেতে হয়। একটু বৃষ্টি হলে এ রাস্তাটির মধ্যে সৃষ্টি হওয়া গর্তে পানি জমে পুরো রাস্তাটি কাঁদা হয়ে যায়। হেটে যেতেও খুব কষ্ট হতো। এখন রাস্তাটি মিজান মোল্লা ঠিক করে দেওয়ায় আমরা ঠিকমতো যাতায়াত করতে পারবো। অটো চালক খোকন মিয়া বলেন, এ রাস্তা দিয়ে আগে অটো চালালেও গত এক বছর ধরে রাস্তাটিতে গর্ত হওয়ায় অটোঠিকমত চালাতে পারছিলাম না। এতে আমার আয়ও কমে গিয়েছিল। এখন রাস্তাটি ঠিক করায় অটো চালতে পারবো। এতে আমার আয়ও বৃদ্ধি পাবে। রাস্তা সংস্কারকারী মিজানুর রহমান মোল্লা বলেন, রাস্তাটিতে গর্ত হয়ে অনেকদিন ধরে পড়ে ছিল। এ রাস্তায় ঠিকমতো গাড়ি চলাচল করতে পারছিল না। ফলে পাঁচগাঁও বাজার হতে পণ্য আনা নেয়া করতে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। তাই প্রথমে ট্রলার দিয়ে নদীপথে মাটি এনে পরে নদীঘাট হতে ট্রলি দিয়ে মাটি তুলে এনে আমি নিজে উপস্থিত থেকে রাস্তাটি সংস্কার করে দিলাম যাতে মানুষ পন্য নিয়ে এ পথে যাতায়ত করতে যাতে কষ্ট পেতে না হয়।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাশেদুজ্জামান বলেন, আমার উপজেলায় এতে খারাপ রাস্তা আছে আগে আমার জানা ছিল না। তারপরেও যদি কেউ নিজ উদ্যোগ্যে এ ধরনের মহৎ কাজ করে থাকে, তাহলে অবশ্যই তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত