বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ফেনী ভাষাশহীদ সালাম স্টেডিয়াম এবং শরীয়তপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে গতকাল রোববার শুরু হয়েছে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস। প্রতিনিধিদের পাঠানো খবর-
ফেনী : জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদণ্ডউল হাসান বলেছেন, ক্রীড়ায় বাংলাদেশে বিপ্লব ঘটছে। খেলার মাধ্যমে সারা পৃথিবীব্যাপী বাংলাদেশকে চিনছে মানুষ। আগে বাংলাদেশে তৃণমূল পর্যায়ে এত খেলার আয়োজন হতো না। এখন সরকার তৃণমূল পর্যায়ে বিভিন্ন খেলার আয়োজন করছে। ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে গেমস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি নজরুল ইসলাম লেদু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. মাসুদুর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন পাটোয়ারী, সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শামসাদ বেগম, দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, ফুলগাজী উপজেলা ভূমি উপজেলার সহকারী কমিশনার ভূমি আল আমিন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান হাজী জাফর উদ্দিন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল হাশেম, পরশুরাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াছিন শরিফ মজুমদার, ফুলগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মজুমদার, সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রিপন।
শরীয়তপুর : স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আন্তঃউপজেলা প্রতিযোগিতায় ফুটবল, কাবাডি, দাবা, সাঁতার, কারাতে, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিকসসহ ২৪টি ইভেন্টে জেলার অনূর্ধ্ব ১৭ ছয় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা শেষ হবে আগামী ১০ জানুয়ারি।