কাশিমপুর কারাগারে শীতবস্ত্রের দাবিতে অনশনে বন্দিরা!
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটির (পার্ট-৪) বন্দিরা শীতবস্ত্রসহ বেশ কয়েকটি দাবিতে হাঙ্গার অনশন করছে। গত শনিবার সকাল থেকে ওই কারাগারের ভেতরেই প্রায় ২০০ বন্দি এ অনশনে অংশ গ্রহণ করে। কাশিমপুর কারাগারের একটি সূত্র নাম প্রকাশ না করা শর্তে জানান, হাই সিকিউরিটি কারাগার-৪ এর বন্দিরা শীতের শুরু থেকেই শীতবস্ত্রের অভাবে কষ্ট করছে। বন্দিদের প্রচণ্ড শীতেও কম্বল, কাপড়, মশারি না থাকা এমনকি ঠান্ডার কারণে রুমের দরজা-জানালায় স্বচ্ছ পলিথিন লাগানোর নিয়ম থাকলে তা দেয়া হয়নি ফলে প্রতিটি কক্ষ ফ্রিজের মতো ঠান্ডা হয়ে গেছে। এছাড়া বিশুদ্ধ খাবার পানি কারা কর্তৃপক্ষ সরবরাহ না করায় পানিবাহিত বিভিন্ন রোগ হচ্ছে। কারাগারে ভেতরে হাঁটার মতো জায়গা থাকলেও বন্দিদের ছোট্ট জায়গায় আটকে রাখা হচ্ছে। হাটাহাটির অনুমতি না দেয়ায়ও শরীরে রোগের বাসা বাধছে। ১৫ দিন পরপর বন্দিদের স্বজনদের সাথে সাক্ষাতের নিয়ম থাকলেও ১ মাস পরে সাক্ষাৎ দিচ্ছে এবং কোর্টে যাওয়ার সময় নামাজ পড়ার জন্য জায়নামাজ সঙ্গে নেয়ার দাবিতে বন্দিরা অনশন শুরু করছে। তবে কাশিমপুর কারাগারের-৪ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি অস্বীকার করে বলেন, বন্দিদের অনশনের কোনো ঘটনা ঘটেনি। এ রকম কোনো ঘটনা আমার জানা নেই।