ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কেশবপুরে দুটি ক্লিনিক বন্ধ করলেন সিভিল সার্জন

কেশবপুরে দুটি ক্লিনিক বন্ধ করলেন সিভিল সার্জন

যশোরের কেশবপুরে অব্যবস্থাপনার কারণে দুটি ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে। গত রোববার যশোর জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস কেশবপুর সার্জিক্যাল ক্লিনিক ও মাইকেল ক্লিনিক সরেজমিন পরিদর্শনকালে অব্যবস্থাপনা, অজ্ঞানের মেশিন নষ্ট, অপারেশন রুমে প্রয়োজনীয় লাইট নেই এবং নোংরা পরিবেশ দেখে তিনি বন্ধ করে দিয়েছেন। তবে মাইকেল ক্লিনিকে প্যাথালজি বিভাগ চালু থাকবে বলে তিনি জানিয়েছেন। অভিযানকালে ছিলেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসানুল মিজান রুমি, জেলা সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত