শীতে বীজতলা নষ্টের শঙ্কায় কৃষক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আজাহার আলী, বগুড়া

বগুড়ায় তীব্র শীতের কারণে বোরার বীজতলা হলুদ বর্ণ ধারণ করেছে। প্রচণ্ড কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বোরোর বীজতলা এখন নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। জেলার সারিয়াকান্দিতে বোরো ধানের বীজতলা নষ্টের আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েছেন স্থানীয় চাষিরা। উপজেলা কৃষি অফিসের মতে সূর্যের কিরণ স্বাভাবিক হলে চারাগাছের এ সমস্যা আর থাকবে না । বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কুতুবপুর গ্রামের বাবলু মুন্সী জানান, তিনি প্রতি বছর প্রায় ১৫ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেন। এর জন্য তিনি ১৫০ কেজি ধানের বীজ ছিটিয়ে বীজতলা তৈরি করেছেন। গত কয়েক দিনের প্রচন্ড শীতে তার চার ভাগের একভাগ বীজতলার বোরো ধানের চারাগাছগুলো হলুদ বর্ণ ধারণ করেছে। তবে আগামভাবে তৈরি করা বোরো ধানের বীজতলার কোন ক্ষতি হয়নি। তিনি বলেন, চারাগাছগুলো হলুদ বর্ণ ধারণ করে প্রায় মরে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর উপজেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ হাজার ৬০০ হেক্টর। এর বিপরীতে কৃষকরা ৭৩০ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা তৈরি করেছেন। কিছু কিছু বীজতলার চারাগাছ হলুদ হয়ে গেছে। কত পরিমাণ বীজতলার চারাগাছ হলুদ হয়েছে তা এখনো নিরুপন করা হয়নি। তবে এমতাবস্থায় কৃষকদের বীজতলায় রাতে শ্যালোমেশিনের গরম পানি সেচ দিয়ে সকালে বের করে দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। বেশি সমস্যায় থিওভেট স্প্রে করারও পরামর্শ দেয়া হয়েছে। এ সমস্যায় উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানে ন্যস্ত রয়েছেন।

সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম বলেন, গত কয়েকদিন ধরে তীব্র শীতে চারাগাছের পাতাগুলো ঠিকমতো খাদ্য তৈরি করতে পারছে না। ফলে চারাগাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে। গতকাল সোমবার থেকেই পর‌্যাপ্ত সূর্যের আলো দেখা গেছে। আশা করা যাচ্ছে আবহাওয়া স্বাভাবিক হলে চারাগাছগুলো পুনরায় ঠিক হয়ে যাবে।