মাঝারি শৈত্যপ্রবাহে বাড়ছে ভোগান্তি

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কয়েক দিনের শৈত্যপ্রবাহে শ্রমজীবী মানুষের অবস্থা নাকাল। প্রতিনিধিদের পাঠানো খবর-

কুড়িগ্রাম : মাঝারি শৈত্যপ্রবাহে নাকাল কুড়িগ্রামের জনজীবন। নানা ভোগান্তি বেড়েই চলেছে। গত রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপে কাহিল হয়ে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। বিশেষ করে জেলার ২৭৬টি দ্বীপচরের প্রায় সাড়ে ৪ শতাধিক’ গ্রামের ৫ লক্ষাধিক দরিদ্র মানুষ শীতবস্ত্রের অভাবে দিন পার করছেন। সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহীনুর রহমান সরদার জানান, শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, জ্বর, কাশি এবং শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশুরা এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে। চাপ বেশি ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে। এ ওয়ার্ডে ৪৮টি বেডের বিপরীতে ৬৮ শিশু ভর্তি হয়েছে। অপরদিকে ডায়রিয়া আইসোলেশন ওয়ার্ডে ১২টি বেডের বিপরীতে ৩১জন ভর্তি হয়েছে। তবে নেবুলাইজারও ও অক্সিজেন সিলিন্ডার পর‌্যাপ্ত থাকায় প্রাথমিক চিকিৎসা দিতে কোন সমস্যা হচ্ছে না। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত জানান, এখন পর্যন্ত মাঠ পর‌্যায়ে কোন সমস্যা দেখা যায়নি। তারপরও কৃষকদের বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে যাতে তারা ক্ষতির মুখে না পরেন। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, এখন পর্যন্ত ২৫ হাজার কম্বল মজুদ রয়েছে। ইতোমধ্যে ৩৮ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরা : উত্তরের শীতল বাতাস আর ঘন কুয়াশা কাহিল হয়ে পড়ছে প্রকৃতি। সাতক্ষীরায় কয়েক দিনের শৈত্যপ্রবাহে শ্রমজীবী মানুষ শীতকে উপেক্ষা করে বের হচ্ছেন কাজের সন্ধানে। প্রকৃতিতে বিরাজ করছে জবুতবু অবস্থা। উপকূলীয় এলাকায় শীতল বাতাসে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ সীমাহীন দুর্ভোগে ভুগছেন অনেকেই। প্রকৃতিতে বিরাজ করছে জবুথবু অবস্থা। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. সবিজুর রহমান জানান, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও শিশু হাসপাতালের বহির্বিভাগে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন দুইশতাধিক রোগী। আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলাম জানান, সাত উপজেলায় ৭ হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা শুরু হয়েছে।