যুব স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

ইউএসএআইডি’র সহযোগিতায় বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসডিআরআর প্রকল্পের আয়োজনে কমিউনিটি পর্যায়ে ঝুঁকি মোকাবিলায় আপৎকালীন পরিকল্পনা প্রণয়নের জন্য যুব স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার বেদকাশি পাথরখালি মিলন যুব সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি’র একটি ব্যুরো অব হিউম্যানিটারিয়ান অ্যাসিসট্যান্ট প্রকল্পের সহযোগিতায় কমিউনিটি পর্যায়ে ঝুঁকি মোকাবিলায় আপৎকালীন পরিকল্পনা প্রণয়নের জন্য যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হাসান সরদার। প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের এসডিআরআর প্রকল্প কর্মকর্তা ফারহানা।