বগুড়ায় হলো বিড়াল প্রদর্শনী

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বিড়াল প্রদর্শনী ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া জেলা পেটস কেয়ার টিম এই প্রদর্শনীর আয়োজন করে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। সভায় মঈনুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনি। উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ, জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অ্যাডোনিস বাবু তালুকদারসহ প্রমুখ। বিড়াল প্রদর্শনীতে দেশি-বিদেশি প্রায় ২০০ বিড়াল ও কুকুর নিয়ে অংশগ্রহণকারীরা উপস্থিত হন। এই প্রদর্শনীতে দেড় বছর বয়সি ব্রিটিশ লং হেয়ার জাতের একটি বিড়াল নিয়ে আসেন শিক্ষার্থী নিশাত তাবাসসুম। তিনি জানান, এই বিড়ালকে প্রাণী হিসেবে নয় আমরা তাকে পরিবারের সদস্য হিসেবে লালন-পালন করি। এর বয়স দেড় বছর। ‘গোল্ডেন রেড ট্রিভার’ নামে একটি কুকুর নিয়ে আসা শ্রাবণী সুলতানা জানান, আমি কুকুরটি লন্ডন থেকে আমদানি করেছি। প্রদর্শনীতে এসেছি তাকে ভ্যাক্সিন দেয়ার জন্য। আয়োজক মঈনুল হাসান জানান, বগুড়ায় দ্বিতীয়বারের মতো বিড়াল প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে পোষা প্রাণিদের হিসাব সংরক্ষণ ও তাদের ভ্যাক্সিনেশন করাতেই এমন আয়োজন করা হয়।