ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ছাত্রলীগের কমিটি বিলুপ্তির এক বছর

পদপ্রত্যাশী নেতাকর্মীর ভেতরে হতাশা

পদপ্রত্যাশী নেতাকর্মীর ভেতরে হতাশা

যশোরের কেশবপুরে ২০২২ সালের ১ জানুয়ারি কেশবপুর উপজেলা, পৌর ও কেশবপুর সরকারি কলেজ শাখাসহ এ উপজেলার সকল ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা ছাত্রলীগ। ফলে এ উপজেলায় গত এক বছর ধরে ছাত্রলীগের কোনো কমিটি নেই। যে কারণে ঝিমিয়ে ঝিমিয়ে চলছে ছাত্রলীগের কার্যক্রম। আর এ সুযোগে অন্য ছাত্র সংগঠন তাদের সাংগঠনিক তৎপরতায় এগিয়ে যাচ্ছে। দ্রুত কেশবপুরে ছাত্রলীগের কমিটি দেয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের হস্তক্ষেপ কামনা করেছেন এ উপজেলার সাবেক ছাত্রলীগের নেতারা। উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক বলেন, গত বছর কেশবপুর ২০২২ সালের ১ জানুয়ারি কেশবপুর উপজেলা, পৌর ও কেশবপুর সরকারি কলেজ শাখাসহ এ উপজেলার সকল ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কিন্তু এক বছর পার হলেও নতুন কোন কমিটি না হওয়ায় নেতাকর্মীদের মাঝে সমস্যা দেখা দিয়েছে। জেলা ছাত্রলীগের নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। আমি কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি। যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল বলেন, তিনিসহ অন্যরা নতুন কমিটিতে পদপ্রত্যাশী হিসেবে জেলা ছাত্রলীগের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলেন। জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ কেশবপুরে ছাত্রলীগের কমিটি দেয়ার জন্য বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছিলেন। কী কারণে নতুন কমিটি দেয়া হয়নি সেটা তার জানা নেই। অপর সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক বলেন, কেশবপুরে ছাত্রলীগের কমিটি না থাকায় পদপ্রত্যাশী নেতৃবৃন্দের ভেতর হতাশা বিরাজ করছে। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান বাবু বলেন, ১৯৯৭ সাল থেকে কেশবপুরে ৩ দফা আহ্বায়ক কমিটির উপর ভর করে চলছিল ছাত্রলীগ। দীর্ঘ এক বছর ছাত্রলীগের কমিটি না থাকায় তাদের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। আর এ সুযোগে অন্য ছাত্র সংগঠন সাংগঠনিক তৎপরতায় এগিয়ে যাচ্ছে। যে কারণে কেশবপুরে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অতিদ্রুত দেয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত