ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ

শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ

দুই জেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

বাঁশখালী (চট্টগ্রাম) : ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবিএম মোকাম্মেল হক চৌধুরী আলালের নিজস্ব অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৫ ইউনিয়নের বৈলছড়ি, সরল, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, পুকুরিয়া, সাধনপুর, কালীপুর, খানখানাবাদ, বাহারছড়া, কাথরিয়া, পুঁইছড়ি, সরল ও পৌরসভাসহ ২০ হাজারেরও বেশি কর্মহীন মানুষের মধ্যে গত সোমবার সন্ধ্যায় কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কপিল উদ্দিন, শীতবস্ত্র বিতরণ কর্মসূচির প্রধান সমন্বয়ক আশেক এলাহী সোহেল, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা মো. খোরশেদুল আলম চৌধুরী, ছাত্রলীগ নেতা জাবেদ প্রমুখ। এবিএম মোকাম্মেল হক চৌধুরী আলাল জানান, আমি চাই না আমার এলাকার মানুষগুলো শীতে কষ্ট পাক। আমি তাদের দোয়ায় আজ এই পর্যায়ে পৌঁছেছি।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে শীতবস্ত্র, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা উচ্চবিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক কম্বল ও ছয় শতাধিক চিকিৎসাবঞ্চিত নারী পুরুষ ও শিশুর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ, সহকারী পরিচালক মিজানুর রহমান, বেসামরিক মেডিক্যাল অফিসার ডা. নির্মলেন্দু সাঁজোয়াল, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হিরু উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত