এলডিডিপি’র পিজি সদস্যদের প্রশিক্ষণ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় দুগ্ধ উৎপাদনকারী দলের (পিজি) সদস্যগণের ‘পিজি গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার বানেশ্বরদী এলাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অর্থায়নে এই কর্মশালা হয়। খামারি খন্দকার শহিদুল ইসলাম গোরা মিয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ড. মুহাম্মদ ইসহাক আলী এবং বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুজন মিয়া, উপজেলা প্র্রাণিসম্পদ বিভাগের মাঠ সহকারী নাঈমা ইসলাম প্রমুখ।