ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দায়িত্বে থাকি আর নাই থাকি কাজ করে যাব

বললেন পৌর মেয়র
দায়িত্বে থাকি আর নাই থাকি কাজ করে যাব

চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল বলেছেন, আমি বর্তমানে চাঁদপুর পৌরসভার উন্নয়নে শহরের বিভিন্ন স্থানে অবকাঠামো নির্মাণ, শহরের সড়কগুলো প্রশস্তকরণ, ড্রেনেজব্যবস্থা সচল রাখা, মশার উপদ্রব নিরশন, শহরের যানজট লাগব, স্যানিটেশনব্যবস্থা জোরদার করাসহ পৌর নাগরিকের সঠিকভাবে সেবায় ও তাদের শান্তিতে পৌর এলাকায় বসবাসসহ সকল প্রকার দায়িত্ব পালন করার চেষ্টা করে যাচ্ছি। আগামীতে এ পৌরসভার দায়িত্বে থাকি আর নাই থাকি, পৌরসভার উন্নয়নে সকল প্রকার কাজ করে যাব। গতকাল বুধবার চাঁদপুর পৌরসভার উন্নয়নে রেলওয়ের সহায়তার হাত বাড়িয়ে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, রেলওয়ে কর্মকর্তা ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী/পূর্ত লিমন মজুমদার, ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী/ (সংকেত) বাংলাদেশ রেলওয়ে মো. মহসিন মল্লিক, পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. সফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর চান্দ্রা মাঝি, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ্, সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, যুগ্ম সম্পাদক মোহাম্মদ শওকত আলী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল ইসলাম টুটুল, ছাত্রনেতা মো. হোসেন আলী মিন্টু ও স্থানীয় রেলওয়ের মো. সোলেমান ভূঁইয়া প্রমুখ।

মেয়র বলেন, চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের ওয়ারলেছ এলাকা থেকে মিশন রোড হয়ে রাস্তাটির পাশে রিটানিং দেওয়াল করে স্থায়ীভাবে সড়কটি লেক পর্যন্ত প্রশস্ত করা হবে। এ রিটানিং দেওয়ালের বাহিরে কেহ দখল করে অবৈধ স্থাপনা করতে পারবে না। চাঁদপুর পৌর এলাকার সব ফুটপাত মেরামত করে চলাচলের উপযুক্ত করে দেয়া হবে। এ ফুটপাত নির্মাণকালে ফুটপাতে থাকা সব অবৈধ দখলদারকে উঠিয়ে দেয়া হবে। এ সময় প্রয়োজনে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে। তিনি রেলওয়ের কর্মকর্তাদের পৌরসভার উন্নয়নে সহযোগিতা করতে গিয়ে বলেন, চাঁদপুর পৌরসভা বর্তমানে ভর্তুকি দিয়ে যাচ্ছে। আমরা শিক্ষার মানোন্নয়নে চাঁদপুর পৌরসভা নিজেদের খরচে চারটি বিদ্যালয় পরিচালনা করে যাচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত