ঈশ্বরদীতে বইছে উত্তরের হিমেল হাওয়া

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীজুড়ে জেঁকে শীত পড়েছে। শীতের সঙ্গে বইছে উত্তরের হিমেল হাওয়া। এতে আরও বেড়েছে শৈত্যপ্রবাহ। ঈশ্বরদীতে গতকাল বুধবার দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমে ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা। মৃদু শৈত্যপ্রবাহের পর গত দু’দিন তাপমাত্রা বাড়লেও গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকালে ঢেকে ছিল ঘনকুয়াশায়। মহাসড়কে গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল মানুষ। বিশেষ করে ভোরে কাজের সন্ধানে যাদের বের হতে হচ্ছে, তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে সবচেয়ে বেশি। উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষদের আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে। তীব্র শীতে মানুষের পাশাপাশি কষ্ট পাচ্ছে গৃহপালিত প্রাণীরাও। বাসাবাড়িতে কাজ করা মনোয়ারা জানান, রাতে পলিথিনের ঘর, টিনের ফুটো দিয়ে হিমেল বাতাস ঢুকে যায়। ঘর হয়ে থাকে বরফের মতো ঠান্ডা। এ অবসস্থায় সকালে উঠে কাজে আসতেও কষ্ট হয়। শীতের একই ধরনের কষ্টের কথা বলেন রিকশাচালক শহিদুল। তিনি বলেন, হাত-পা জমে যাচ্ছে। বেশিক্ষণ রিকশা চালাতে পারছি না। ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালুজ্জমান জানান, ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।