ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লক্ষ্যমাত্রার চেয়ে অধিক সরিষা আবাদ

লক্ষ্যমাত্রার চেয়ে অধিক সরিষা আবাদ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তাদের উৎসাহে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণ জমিতে সরিষা আবাদ করা হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা ছিল ৯৫ হেক্টর জমিতে সরিষা আবাদ; কিন্তু বিগত বছরগুলোতে আলুর দাম ঠিকমতো না পাওয়ায় এ বছর রবি মৌসুমে আলু চাষ করা কৃষকরা কৃষি কর্মকর্তাদের পরামর্শে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ২০০ হেক্টরেরও বেশি জমিতে সরিষা আবাদ করেছেন, যা গত বছরের তুলনায় ৩ গুণ বেশি। দুর্ভিক্ষের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দেন ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’। প্রধানমন্ত্রীর এ নির্দেশনাকে বাস্তবায়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় কৃষককে সার, বীজ, কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্নভাবে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। সরকারের এসব সেবা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন, উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আবেদীন তালুকদারসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বে থাকা কৃষি উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ। তাদের এই মাঠ পর্যায়ে কাজ করার সফলতা হচ্ছে উপজেলায় ব্যাপক পরিমাণ জমিতে সরিষার আবাদ। এ বছর উপজেলার হাসাইল ইউনিয়নে সর্বোচ্চ ১৪০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। হাসাইল ইউনিয়নের দায়িত্বে থাকা কৃষি উপ-সহকারী ইমরান হোসেন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা পালনে আমরা বদ্ধপরিকর। আসন্ন দুর্ভিক্ষ মোকাবিলায় আমরা কৃষককে এক ফসলে না থেকে বিভিন্ন ফসলে আগ্রহী করে তাদের আধুনিক চাষাবাদে প্রস্তুত করছি। সেই সুফল আমরা ইউনিয়নটিতে সরিষার বাম্পার ফলনের মাধ্যমে দেখতি পারছি। ভোজ্য তেলের যে পরিমাণ দাম বেড়েছে, সেই দাম সহনীয় পর্যায়ে আনতে তেলজাতীয় শস্য আবাদের বিকল্প নেই। এ বিষয়ে কৃষক শাহিন দেওয়ান জানান, আগে আমাদের এই জমিগুলোতে শুধু আলু আবাদ করতাম। কিন্তু গত কয়েক বছর আলুতে লোকসানের ফলে এবং এবার উপজেলা কৃষি কর্মকর্তাদের উৎসাহে সরিষার আবাদ করছি। আশা করি, সব ঠিকঠাক থাকলে সরিষা চাষের মাধ্যমে এবার লাভের মুখ দেখতে পারব বলে মনে হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত