ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্যবসায়ী সমিতির নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

ব্যবসায়ী সমিতির নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক নগরী ঐতিহ্যবাহী চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের ভোটার তালিকা হাল নাগাদ সংশোধন করে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযাগ্য নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সভাপতি প্রার্থী ব্যবসায়ী আজিজুল বাসার স্বপন। গতকাল বুধবার চৌমুহনী বাস-মিনিবাস মালিক সমিতি কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে সভাপতি প্রার্থী আজিজুল বাশার স্বপন বলেন, তার প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থীর সমিতির সদস্য পদের বিপরীতে প্রতিষ্ঠান ও ট্রেড লাইসেন্সের বৈধতার বিষয় নিয়ে তিনি চ্যালেঞ্জ করেন। প্রার্থিতা যাচাই-বাচাইয়ের দিন তিনি নির্বাচন কমিশনের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেন। এ ব্যাপারে নির্বাচন কমিশন আইনজীবীদের মাধ্যমে আইনি মতামত চান। আইনজীবী জানান, চৌমুহনী ব্যবসায়ী সমিতির অভিযুক্ত সদস্য পদের বৈধতা আছে কি না, এটি ঠিক করার দায়িত্ব আদালতের। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, সাংবাদিক মাসুদ পারভেজ, সাংবাদিক আমিরুল ইসলাম হারুন, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক আনোয়ারুল করিম মানিক, সাংবাদিক আজাদ ভূঁইয়া, এসএম রিজোয়ান, মোতাছিম বিল্লাহ সবুজ, আলা উদ্দিন শিবলু, মোজাম্মেল কামাল, আবু রায়হান, ব্যবসায়ী মো. সোহাগ, মো. মাসুম, রায়হান উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত