কুয়াশায় নওগাঁয় বোরো বীজতলা নষ্ট

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আব্বাস আলী, নওগাঁ

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে ইরি-বোরো বীজতলা নষ্ট হয়েছে। গত বছরের শেষ সপ্তাহ থেকে হঠাৎ করে শীতের তীব্রতা বাড়তে থাকে। ঘন কুয়াশার সাথে বইতে থাকে মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল সোমবার (৯ জানুয়ারি) থেকে সূর্যের দেখা মিলেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় ১০ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে। যেখানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৯ হাজার ৩০০ হেক্টর। টানা কয়েক দিনের শৈত্যপ্রবাহের ফলে শীত আর ঘন কুয়াশায় বোরো বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। চারাগাছগুলো লালচে হয়ে শুকিয়ে মরে যাচ্ছে। কৃষকরা বীজতলা রক্ষায় নানা প্রদক্ষেপ নিলেও প্রতিকুল আবহাওয়ার কারণে তা কাজে আসছে না। ধানের বীজতলা নষ্ট হয়ে যাওয়া কৃষকরা সময় মতো আবাদ করতে পারবে কি না, তা নিয়ে শঙ্ক দেখা দিয়েছে। এতে ফসলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বীজতলা রক্ষায় পলিথিন দিয়ে রাখা হচ্ছে। সূর্যের দেখা মিললে কিছু সময় পলিথিন খুলে রেখে পরে আবারও ঢেকে রাখা হয়। জেলা নিয়ামতপুর উপজেলার ভাতরন্ড গ্রামের কৃষক আয়েন উদ্দিন বলেন, দুই বিঘা জমিতে ধানের বীজ দিয়ে বীজতলা তৈরি করা হয়েছে। বীজ রোপনের তিন দিন পর থেকে কুয়াশা ও বাতাস। কয়েক দিন থেকে সূর্যের দেখা মিলেনি। বীজ হলুদ হয়ে শুকিয়ে কিছুটা মরে গেছে। পরে ৮ হাজার টাকা খরচ করে পলেথিন দিয়ে ঢেকে রাখা হচ্ছে। এই পরিমাণ বীজ দিয়ে ৯০ বিঘা জমি রোপণ করা হবে। একই গ্রামের হুমায়ন আহমেদ বলেন, একমন ধানের বীজ দিয়ে বীজতলা তৈরি করা হয়েছে।