কামারগাঁও নয়াবাড়ী খাল দখল দূষণে মৃত প্রায়

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  এমএ কাইয়ুম মাইজভান্ডারি, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঐতিহ্যবাহী কামারগাঁও নয়াবাড়ী খাল দখল দূষণে মৃতপ্রায়। উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের কামারগাঁও নয়াবাড়ী-সংলগ্ন পদ্মানদী থেকে উৎপত্তি হয়ে দুই ইউনিয়নের ওপর দিয়ে বয়ে গিয়ে আড়িয়াল বিলের খালে সংযোগ হয়। এই খাল দিয়ে হাজার কৃষক আড়িয়াল বিলের থেকে কৃষিপণ্য ও পাকা ধান থেকে নৌকা যোগে আনা-নেয়া করতেন। দীর্ঘদিন ধরে খালের দুই পাড়ের বাসিন্দারা পাকা বাথরুম, ট্যাংকি উত্তোলন করে এবং খালে মাটি ভরাট করে নিজ নিজ বাড়িতে যাতায়াতের জন্য ব্রিজ ও রাস্তা নির্মাণ করায় খালটির ঐতিহ্য হারিয়ে আজ মৃতপ্রায়। কামারগাঁও নয়াবাড়ী দাসপাড়া এলাকার বাসিন্দা দেবদাস বলেন, ছোটবেলায় এ খাল দিয়ে আমার বাপ-দাদারা আড়িয়াল বিল থেকে আমাদের ক্ষেতের ধান নৌকা দিয়ে বাড়ি তুলতেন। আমরা ছোটবেলায় এলাকার সবাই এই খালে বিভিন্ন ধরনের মাছ ধরতাম। জেলেরাও জাল দিয়ে মাছ ধরে বাজারে বাজারে বিক্রি করে সংসার চালাতেন। ভাগ্যকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শিপন বেপারী বলেন, আমাদের এই খালটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আবেদন করে সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।