সুন্দরবনের বাঘ লোকালয়ে
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শরণখোলা উপজেলার লোকালয়ে একটি রয়েল বেঙ্গল টাইগার ঢুকে পড়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার সোনাতলা গ্রামের বিভিন্ন স্থানে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীরা। এ ঘটনায় জনসচেতনতা তৈরিতে সুন্দরবন বিভাগ জারি করেছে সর্বোচ্চ সতর্কতা। জনসাধারণকে সচেতন করতে বন বিভাগের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং। সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত কমিউনিটি প্রেট্রোল গ্রুপের (সিপিজি) সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম সাচ্চু জানান, গত বুধবার রাতের কোনো একসময় সুন্দরবন ও লোকালয়ের বিভাজনকারি মরে যাওয়া ভোলা নদী পার হয়ে একটি বাঘ বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে ঢুকে পড়ে। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. সামসুল আরেফিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, লোকালয়ে চলে আসা বাঘটি খুঁজে সুন্দরবনে ফিরিয়ে নিতে বন বিভাগ চেষ্টা চালাচ্ছে।