সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শরণখোলা উপজেলার লোকালয়ে একটি রয়েল বেঙ্গল টাইগার ঢুকে পড়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার সোনাতলা গ্রামের বিভিন্ন স্থানে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীরা। এ ঘটনায় জনসচেতনতা তৈরিতে সুন্দরবন বিভাগ জারি করেছে সর্বোচ্চ সতর্কতা। জনসাধারণকে সচেতন করতে বন বিভাগের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং। সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত কমিউনিটি প্রেট্রোল গ্রুপের (সিপিজি) সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম সাচ্চু জানান, গত বুধবার রাতের কোনো একসময় সুন্দরবন ও লোকালয়ের বিভাজনকারি মরে যাওয়া ভোলা নদী পার হয়ে একটি বাঘ বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে ঢুকে পড়ে। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. সামসুল আরেফিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, লোকালয়ে চলে আসা বাঘটি খুঁজে সুন্দরবনে ফিরিয়ে নিতে বন বিভাগ চেষ্টা চালাচ্ছে।