ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শরীয়তপুরে জেলা সাহিত্য মেলা শুরু

শরীয়তপুরে জেলা সাহিত্য মেলা শুরু

শরীয়তপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলা একাডেমির উদ্যোগে ও জেলা প্রশাসন শরীয়তপুরের ব্যবস্থাপনায় এ মেলার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন এমপি ইকবাল হোসেন অপু। জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান, মন্ত্রণালয়ের উপসচিব মোছা. সুস্মিতা ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুল হাদি মোহাম্মদ শাহ পরান ও সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত