আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি
করিমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার আইনশৃঙ্খলা, মাদক, জুয়া, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে প্রতিরোধ, শিক্ষাস্বাস্থ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও বর্তমান সরকারের সাফল্য শীর্ষক মতবিনিময় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসুর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম, করিমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হান্নান মোল্লা, আছমা আক্তার, পৌর মেয়র হাজী মো. মুসলেহ উদ্দিন, অফিসার ইনচার্জ মো. শামছুল আলম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা ইকবাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতারা। অনুষ্ঠানটিতে বিপুলসংখ্যক বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরেন। পাশাপাশি, মাদক, জুয়া, ইভটিজিং, সন্ত্রাস, বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতা সব সময় চলমান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মধ্যে বাই সাইকেল বিতরণ করেন।