ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পর্নোগ্রাফি অপরাধে ৪ জন গ্রেপ্তার

পর্নোগ্রাফি অপরাধে ৪ জন গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করেছে (র‌্যাব-৫)। গত বৃহস্পতিবার রাতে উপজেলার লোকমানপুর ও বাজিতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ইনছার আলীর ছেলে মো. জিয়াউর রহমান, মো. আইয়ুব আলীর ছেলে মো. রাজিব হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. উজ্জ্বল হোসেন। র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে উপজেলার লোকমানপুর ও বাজিতপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানকালে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে বিভিন্ন এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত