শেরপুরের নকলায় শিশু খাদ্যসহ অননুমোদিত বিভিন্ন পণ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে নকল পণ্য তৈরি কারখানার মালিক মো. মাহফুজুর রহমান দুলাল নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। সে নকলা শহরের অদূরে জোড়া ব্রিজপাড় এলাকার মৃত সিরাজ আলীর ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নকলা পৌরসভার মাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ। এ সময় পুলিশ বিভাগের লোকজন ও উপজেলা ভূমি অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, মাহফুজুর রহমান দুলাল দীর্ঘদিন ধরে শিশু খাদ্য ফাইন ভাজা সুজি, আল-রাহাত ভাজা সুজিসহ নাফিসা ময়দা, জমদূত ব্রাশ ফায়ার মশার কয়েলসহ অননুমোদিত বিভিন্ন পণ্য তৈরি করে বাজারজাত করতেন। এমন খবর পেয়ে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫২ ধারায় মাহফুজুর রহমান দুলালের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মাহফুজুর রহমান দুলাল তার অপরাধ স্বীকার করায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিহাবুল আরিফ।