ডাকাত পড়েছে পড়েছে- সবাই সাবধানে অবস্থান করুন, মাইকের এররূপ বিকট শব্দে ঘুম থেকে জেগে উঠেন অনেকে। পরক্ষণেই মনের মাঝে সঞ্চার হয় আজানা ভীতি। জীবনে প্রথম ডাকাতের ভয়ে ঘুম ভাঙার অভিজ্ঞতা হয় আমার। পরিবারপরিজন ও পাড়াপ্রতিবেশি নিয়ে পুরো গ্রাম ঘেরাও দিয়ে ডাকাতদের ধরা হয়েছে। বাকিরা পালিয়ে গেছে, তাদেরকে ধরতেই মাইকে সতর্কবার্তা দেয়া হয়েছে। এমনভাবেই গতরাতের অভিজ্ঞতা বর্ণনা করছিল পালাসুতা গ্রামের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রানা আহমেদ। গতকাল শুক্রবার প্রথম প্রহরে কুমিল্লা জেলার মুরাদনগরের দারোরা ইউপির পালাসুতা গ্রামে স্থানীয়দের সম্মিলিত পুলিশিং টহলে ডাকাত পরেছে সকলের নিকট সংবাদ পৌঁছালে পুরো গ্রাম ঘেরাও করে ৩ জন ডাকাতির উদ্দেশ্যে আশা লোকেদের ধরে গণধোলাইয় দেয় আবালবৃদ্ধবনিতা।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে পার্শ্ববর্তী গ্রামে ডাকাতের উৎপাতে ভীতি নিয়ে বসবাস করছিল সকলে। দেশীর অস্ত্র নিয়ে মাইক্রোবাস যোগে ঘুরছে একদল ডাকাত এরূপ তথ্যের ভিত্তিতে গতকাল পুলিশিং টহলে গ্রামবাসীর হাতে ধরা পরে ডাকাত দলের তিনজন সদস্য। পাশেই চলমান মাহফিল দ্রুত বন্ধ করে দেয়া হয় যেন ডাকাত দলের অপর সদস্যরা আশ্রয় নিতে ব্যর্থ হয়। স্থানীয়দের তোপের মুখে পড়লে তাদেরকে গণপিটুনি দেয়া শুরু করে ক্ষুব্ধ জনতা। ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে যায় দ্রুত ফলে তাদের ধরতে ব্যর্থ হয় সকলে।পরবর্তীতে গ্রামবাসী ও ইউপি চেয়ারম্যানের সহায়তায় কর্তব্যরত পুলিশের নিকট হস্তান্তর করা হয় তিন ডাকাতকে।