ভূরুঙ্গামারীতে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে

আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি কমে গেছে। এতে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় গত দুই সপ্তাহে উপজেলায় শিশু ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। ঘরে ঘরে দেখা দিয়েছে জ্বর, সর্দি ও কাশি। ফলে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগে চিকিৎসা নিতে প্রচুর লোক ভিড় করছে। এদের অনেকেই ঠান্ডাজনিত সর্দি, জ্বর, কাশিতে আক্রান্ত। বয়স্কদের অনেকেই শ্বাসকষ্ট, শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। উপজেলার সদর ইউনিয়নের সাহা পাড়ার রীনা বলেন, অমার বাচ্চার হঠাৎ করে গত দুদিন থেকে জ্বর ও পাতলা পায়খানা শুরু হয়। অবশেষে হাসপাতালে আসছি চিকিৎসকের পরামর্শ নিতে। আলেফ উদ্দিন নামের এক বয়স্ক লোক জানান, শীতে তার শ্বাসকষ্ট ও এ?্যাজমার সমস্যা বেড়েছে তাই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, শীতজনিত রোগের প্রকোপ একটু বেড়েছে। হাসপাতালে অন্যান্য রোগীর তুলনায় শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি। শিশুদের ঠান্ডা লাগানো যাবে না এবং খুব বেশি সময় ঘরের বাইরে রাখা যাবে না। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে।