অবৈধ ইটভাটা বন্ধ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের বালিথুবা গ্রামে অবৈধভাবে চালু হওয়া মেসার্স মা রহমত ব্রিকস নামে ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ইটভাটার মালিক আলম তরফদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার অভিযান পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নান, থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

মো. হান্নান জানান, বর্তমানে ৯৩টি ইটভাটার মধ্যে ৫৩টি ইটভাটা বৈধ রয়েছে। গত এক বছরে ১৫টি ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে। বাকি যেসব ইটভাটার বৈধতা নেই, প্রশাসনের সহযোগিতায় সেগুলো পর্যায়ক্রমে বন্ধ করার ব্যবস্থা করা হবে। আজকে মেসার্স মা-রহমত ব্রিকস বন্ধ করা হয়েছে। ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।