ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের ওপর হামলা

তদন্ত কমিটি গঠনের দাবি

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় গতকাল শনিবার ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠনসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সম্প্রদায়ের নেতারা। সম্প্রদায়ের জেলা কমিটির সভাপতি সন্তোষ সিংয়ের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্র নাথ সরেণ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেণ চন্দ্র পাহান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, সমন্বয়ক ও বাসদের নওগাঁ জেলা কমিটির সভাপতি জয়নাল আবেদীন মুকুল প্রমুখ।