শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
সারা দেশে শীতের তীব্রতা বাড়ায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল শনিবার প্রতিনিধিদের পাঠানো খবর-
পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম ল রেজাউল করিম সদর উপজেলার নবগ্রাম সম্মিলিত কচুবুনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শীতার্তদের মাঝে ৪০০ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান এ দেশকে উন্নত ও আধুনিক রাষ্ট্রে পরিণত করতে, এজন্য অবিরাম পরিশ্রম করে চলছেন। তাই সর্বাধিক গুরুত্ব দিয়ে এ এলাকার উন্নয়নে কাজ করে চলছি। এরইমধ্যে অনেক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। অনেক প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা ইউএনও মরিয়ম জাহান, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, ওসি মো. মাসুদুজ্জামান, যুবলীগ নেতা সগির হোসেন হাওলাদার, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুনীল হালদার প্রমুখ।
নীলফামারী : ধর্মীয় মওলানা এবং হিন্দু ধর্মাবলম্বীর পুরোহিতদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন এমপি আসাদুজ্জামান নূর। জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে ১২০০ কম্বল বিতরণ করা হয়। পরিষদের সভাপতি আলীর সভাপতিত্বে এবং রোকনুজ্জামান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ওয়াদুদ রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক পাটাশ, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মশিউর রহমান বাবু প্রমুখ।
সিরাজগঞ্জ: রায়গঞ্জ উপজেলার ৯নং ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে ৩৬০টি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ এবং বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজী জিন্নাহ, সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ হৃদয়।
নোয়াখালী: নোয়াখালীর কৃতী সন্তান, বেগমগঞ্জের সাবেক এমপি, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ এমএ হাসেমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এমএ হাসেম স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় দুর্গাপুর পীর মঞ্জিলে আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলের সার্বিক অর্থায়নে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন স্মৃতি সংসদের আহ্বায়ক সমাজসেবক শাহ আবদুল্লাহ আল বাকি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম, দৈনিক সচিত্র নোয়াখালী পত্রিকার সম্পাদক আমিরুল ইসলাম হারুন, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিঠু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কামাল প্রমুখ।
মাগুরা: শ্রীপুর উপজেলার চরগোয়ারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে দরিদ্র নারী, পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এর বাংলাদেশ কান্ট্রি অফিস এলাকার ৪০০টি পরিবারের মধ্যে এ কম্বল বিতরণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। উপস্থিত ছিলেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এর বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ, সমাজসেবক মো. সাখাওয়াত হোসেন সন্টু, ইউপি সদস্য হাবিবুর রহমান প্রমুখ।
কুড়িগ্রাম: শীতার্তদের পাশে দাঁড়িয়েছে গ্রামীণ ব্যাংক। কুড়িগ্রাম জোনাল ম্যানেজার মো. আব্দুল হালিমের দিকনির্দেশনায় উলিপুর এরিয়ার ৯টি শাখায় সংগ্রামী সদস্যদের বাড়িতে গিয়ে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সার্কেল এইট্টি ওয়ান’স এর উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল ও চাঁদর বিতরণ করা হয়েছে। শহরের দর্পনা কমিউনিটি সেন্টারে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী ফয়সাল বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদণ্ডই-হাসান তুহিন, সদর থানার ওসি মো. তারিকুজ্জামান, জেলা সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক জোটের সভাপতি সুজন হায়দার জনি প্রমুখ। সার্কেল এইট্টি ওয়ান’স এর সাধারণ সম্পাদক আরিফ আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোহাম্মদ মাসুদ রানা, সাব্বির হোসেন জাকির, মো. আল আমিন, শফিকুল হাসান তুষার, শেখ মোহাম্মদ রতন, মো. রাসেল, ফয়সাল আহমেদ মনির প্রমুখ।
অভয়নগর (যশোর): যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় আবু কাজেম ফাউন্ডেশনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে নওয়াপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন এলাকার ৭০০ সুবিধাবঞ্চিত নারী-পুরুষকে একটি করে কম্বল দেয়া হয়। বিতরণি সভায় সভাপতিত্ব করেন আবু কাজেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র আলহাজ এনামুল হক বাবুল। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ রফিকুল ইসলাম সরদার, আবু কাজেম ফাউন্ডেশনের সদস্য সচিব আহমেদ মিনহাজুল আবেদিন সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস।