আগুনে পুড়ল ব্যবসাপ্রতিষ্ঠান
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ময়মনসিংহের গফরগাঁও ও ত্রিশালে গত শুক্রবার কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁও পৌর এলাকার ৮নং ওয়ার্ডের শিলাসী রেলপাড় আজাহার মার্কেটে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানের মালামাল নগদ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা জানান, রাতে হঠাৎ করে মার্কেটের একটি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে আরিফ রব্বানি মানিকের ২টি ও বাদল স্টোরের আরও দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়দের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রশাদ পাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশালে স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন জানান, খবর খেয়ে ত্রিশাল, ভালুকা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সুরাইয়া স্পিনিং মিলের প্রশাসন, মানবসম্পদ ও কমপ্লায়েন্স রাখার সহঃ মহাব্যবস্থাপক মো. সেলিম আল রাজী জানান, আগুনে ও আগুন নেভানোর পানিতে ভিজে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।