বীরগঞ্জে বোরো বীজতলা নষ্টের উপক্রম

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মো. সিদ্দিক হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর)

তীব্র শীত, ঘন কুয়াশায় দিনাজপুরের বীরগঞ্জে নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। উপজেলার বেশির ভাগ বীজতলার চারা হলুদ ও লালচে রঙ ধারণ করে মরে যাচ্ছে। এতে বোরো বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। কৃষি বিভাগ বলেছে, শৈত্যপ্রবাহ স্থায়ী না হলে ও সঠিক পরিচর্যা করলে বীজতলা ক্ষতির তেমন শঙ্কা নেই। বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি মৌসুমে উপজেলায় ১৫ হাজার ৩৬০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণে এবার ৫৫৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হচ্ছে। বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর এলাকায় গিয়ে দেখা যায়, তীব্র শীত আর ঘন কুয়াশায় আক্রান্ত বীজতলার চারা হলুদ ও লালচে রঙ ধারণ করে নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলার শতগ্রাম এলাকার কৃষক মো. প্রবীর উদ্দিন বলেন, এবার পৌষ মাসে শীত বেশি পড়েছে। শীতের কারণে বীজতলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বীজতলায় স্প্রে করছি, বীজতলার ওপর পলিথিন দিয়ে ঢেকে দিয়েও রক্ষা হচ্ছে না। শীত বাড়লে সামনে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, বর্তমানে যে অবস্থায় আছে শৈত্যপ্রবাহ স্থায়ী না হলে বীজতলার খুব বেশি ক্ষতি হওয়ার কথা নয়। আর ঘন কুয়াশা থেকে রক্ষা করতে হলে বীজতলা ঢেকে রাখতে হবে। সকালে কাপড় দিয়ে বা দড়ি টেনে জমে থাকা কুয়াশাকে মাটিতে ফেলে দিতে হবে। আর যদি একদমই রোদ না ওঠে বীজতলায় কিছুটা পানি ধরে রাখলে সুফল পাওয়া যাবে। আর এ বিরূপ পরিস্থিতির কারণে কৃষক যদি অধিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে কৃষি অফিসে যোগাযোগ করলে আমরা তাদের সর্বাত্মক সহায়তা করব।