খেলোয়াড়কে কুপিয়ে জখমে থানায় অভিযোগ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মোহাম্মদ মাসুম ওরফে সিক্সার মাসুম নামে এক খেলোয়াড়কে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের মরকাটা গ্রামের চৌধুরী বাজারসংলগ্ন ক্রিকেট মাঠে। এ ঘটনায় শাহীন মজুমদারসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা। আহত মাসুম কুমিল্লার সদর উপজেলার ধর্মপুর এলাকার আবুল কাশেমের ছেলে।

থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, গত শুক্রবার উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের মরকটা চৌধুরী বাজারের পাশের ক্রিকেট খেলার মাঠে দুইপক্ষের খেলা মাসুমের দল জয় লাভ করে। পরাজিত দলের খেলোয়াড় গুণবতী ইউনিয়নের পরিকোট গ্রামের আইয়ুব মজুমদারের ছেলে শাহিন ক্ষিপ্ত হয়ে মাসুমের দিকে এগিয়ে এলে দুইজনের মধ্যে বাক-বিত-া ঘটে। এক পর্যায়ে শাহীনের পক্ষে অজ্ঞাত ৮-১০ জন মাসুমকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় শাহীনের সঙ্গে থাকা ছুরি দিয়ে মাসুমকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। মাসুমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রেজাউল করিম বলেন, মারামারি ঘটনায় অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।