মাগুরার মাঠে মাঠে হলুদের গালিচা
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ড. মুসাফির নজরুল, মাগুরা
মাগুরার মাঠে মাঠে যেন হলুদের গালিচা বিছানো। যেদিকে দৃষ্টি যায়, শুধু হলুদ আর হলুদ। দৃষ্টিনন্দন সরিষা ফুলে ভরে গেছে মাগুরার প্রতিটি মাঠ। সদর উপজেলার সত্যপুর, লক্ষ্মীপুর, ছয়-চার, আড়োপাড়াসহ বিভিন্ন গ্রামের মাঠে গিয়ে দেখা গেছে, প্রতিটি মাঠে সরিষা ফুল থেকে সুঘ্রাণ ভেসে আসছে। মৌমাছিরা মধু সংগ্রহে ব্যস্ত সেসব ফুল থেকে। জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্র জানায়, সোয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে চলতি মৌসুমে কৃষকদের সরিষা চাষে উদ্বুদ্ধ করা হয়েছে। আর এজন্য কৃষকদের প্রদর্শনী ও প্রণোদনা প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে সার ও বীজ দেয়া হয়েছে। চলতি বছর জেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার হেক্টর। কিন্তু তা ছাড়িয়ে এবার জেলায় সরিষা চাষ হয়েছে ১৬ হাজার ৩৫৫ হেক্টর জমিতে। এরমধ্যে সদর উপজেলায় ৮ হাজার ১৬০ হেক্টর, শ্রীপুর উপজেলায় ৯১০ হেক্টর, শালিখা উপজেলায় ৫ হাজার ১০ হেক্টর ও মহম্মদপুর উপজেলায় ২ হাজার ২৭৫ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের সরিষা চাষি মাজেদুল ইসলাম শিমুল জানান, গতবছর সরিষা চাষে ভালো ফলন পেয়েছিলাম। এবারও সরিষা চাষ করেছি। মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান বলেন, চলতি বছর আবহাওয়া ও পরিবেশ ভালো থাকায় জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সরিষা উৎপাদন হয়েছে। এবার বারি-১৪, বারি-৯ ,বিনা-৯, বিনা-১০ ও বিনা-১১ জাতের সরিষা বেশি চাষ হয়েছে। এ চাষে জেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। তাছাড়া নিয়মিত কৃষি অফিসার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মাঠকর্মীরা এ চাষকে আরো উন্নত ও ফলন বাড়াতে তৃণমূল কৃষকদের পরামর্শ প্রদান করে আসছেন। আশা করি এবার সরিষার বাম্পার ফলনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।