ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিদ্যুৎ সংযোগের দাবিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সংবাদ সম্মেলন

বিদ্যুৎ সংযোগের দাবিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সংবাদ সম্মেলন

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ২১তম ফেলোবৃন্দের উদ্যোগে লালমনিরহাট পৌর এলাকার জনবসতি এলাকায় বিদ্যুতের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার লালমনিরহাট পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা বলেন, পৌরসভার ৯নং ওয়ার্ডের মাঝাপাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই। ফলে এখানকার নাগরিকরা দুর্ভোগের মধ্যে বসবাস করছেন। সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত তারা। তাই অত্র এলাকায় বিদ্যুতের সংযোগ স্থাপনের দাবি জানানো হয়।

লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন জানান, সব নাগরিকের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে লালমনিরহাট পৌরসভা কাজ করে যাচ্ছে। তবে ওই এলাকায় বিদ্যুতের খুঁটি বসানোর কাজ চলছে। বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। যত দ্রুত সম্ভব খুঁটি বসানো শেষ করে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। সংবাদ সম্মেলনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে রংপুর রিজিওনাল ম্যানেজার মো. আলী এজাজ, ফেলো সদস্য লামিয়া ফেরদৌস লিয়া, এসএম তানভীর, সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও আশরাফ আলী খান মিঠু উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত