ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিজয় কলরব ‘৭১’ ও বীর মুক্তিযোদ্ধাদের নামের ফলক উদ্বোধন

বিজয় কলরব ‘৭১’ ও বীর মুক্তিযোদ্ধাদের নামের ফলক উদ্বোধন

কালীগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে নির্মিত বিজয় কলরব ‘৭১’ ও মুক্তিযোদ্ধাদের নামের স্মৃতি ফলকের উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠান গত রোববার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মাদ আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি এসএম জগলুল হায়দার। তিনি বলেন, এলাকায় কোটি কোটি টাকার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে। স্কুলের বাচ্চারা বছরের শুরুতে বই পাচ্ছে, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে একের পর এক উন্নয়ন হচ্ছে, তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ছাত্র নেতা শাওন আহম্মেদ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, থানার ওসি মো. মামুনার রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শেখ মেহেদী হাসান সুমন, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফ, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মো. আকবার কবীর। অনুষ্ঠানে সাংবাদিক জনপ্রতিনিধি রাজনৈতিক নেতা, উপকারভোগী নারী ও পুরুষ সদস্যসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত