ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুই কিলোমিটার গ্যাসলাইন বিচ্ছিন্ন

দুই কিলোমিটার গ্যাসলাইন বিচ্ছিন্ন

কুমিল্লার তিতাসে দুই কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার কলাকান্দি ও দড়িকান্দি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেডের ডিজিএম ভিজিল্যান্স প্রকৌশলী ছগির আহমেদ, ডিজিএম পাবলিক রিলেশন মো. বেলায়ত হোসেন, ব্যবস্থাপক ভিজিল্যান্স জসিম উদ্দিন আহমেদ, গৌরীপুর এরিয়া বিক্রয় কার্যালয়ের ইনচার্জ জিয়াউর হক চৌধুরী প্রমুখ। এ বিষয়ে ডিজিএম ভিজিল্যান্স প্রকৌশলী ছগির আহমেদ বলেন, তিতাসের কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের ২ কিলোমিটার অবৈধ গ্যাস লাইনের মধ্যে ৪০টি সংযোগ ছিল যার মধ্যে প্রায় ১ হাজার ২শ ফুট পাইপ উঠানো হয়। উক্ত গ্রামের সম্পূর্ণ লাইনটি অবৈধ ছিল। তিনি আরো বলেন, জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের হুমায়ুন কবির জুয়েলের বাড়িতে অবৈধ সংযোগটি ইতিপূর্বে বিচ্ছিন্নসহ মোবাইল কোর্টের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। আবার সেই সংযোগটি নিয়েছে, আজ সেটিও দ্বিতীয়বারের মতো বিচ্ছিন্ন করা হলো। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা অবৈধ সংযোগ ব্যবহার করছেন এবং যারা দিচ্ছেন তাদের উভয়ের বিরুদ্ধেই কোম্পানী মামলা করে যাচ্ছে। এ ধরনের অভিযান বাংলাদেশের ন্যায় কুমিল্লাতেও চলমান থাকবে এবং নিয়মিত পরিচালনা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত