ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

১০ দফা দাবিতে বিএনপির বিক্ষোভ

১০ দফা দাবিতে বিএনপির বিক্ষোভ

১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলায় গতকাল সোমবার বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

মৌলভীবাজার : সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে ১২টায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে চৌমুহনীসহ শহর প্রদক্ষিণ করে। মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন। আরো বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আশিক মোশাররফ, সহ-সভাপতি মো. হেলু মিয়া, সহ-সভাপতি ফয়সল আহমদ, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাহউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম এ মুক্তাদির রাজু, সদর থানার যুগ্ম সম্পাদক শেখ শামীম জাফর সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মীর শামীম, বদরুল ইসলাম।

সিরাজগঞ্জ : বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামিয়া কলেজ মাঠে দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, শ্রী অমর কৃষ্ণ দাস, বিএনপি নেতা ভিপি শামীম, নূর কায়েম সবুজ, আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, নাজমুল ইসলাম, যুবদল নেতা আব্দুল জব্বার বাবু, মুরাদুজ্জামান মুরাদ প্রমূখ। বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ এখন নাভিশ্বাস। এমন পরিস্থিতিতে সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে। অবিলম্বে বিদ্যুতের দাম কমানোসহ বিএনপির ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবি জানান তারা। এর আগে তারা হাসপাতাল রোডে বিক্ষোভ মিছিল করে। এদিকে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে গত রোববার বিকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছে বাসদ। এ সময় জেলা বাসদের আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সিপিবি নেতা সুলতান আহমেদ, বাসদ নেতা পলাশ কুমার ঘোষ, তারিকুজ্জামান টরিক প্রমুখ বক্তব্য দেন।

পিরোজপুর : সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিছিল দলীয় কার্যালয় থেকে বের হলে পুলিশ সামনেই বাধা দেয়া হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন। পথ সমাবেশ সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক শেখ শহিদুল্লাহ শহিদ, পৌর বিএনপির সদস্য সচিব সরোয়ার হোসেন হাওলাদার, সদর উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি হেমায়েত উদ্দিন, জেলা বিএনপির সদস্য মির্জা জহিরুল হক, নাদির খান রাজু, সাখাওয়াত হোসেন, কামরুজ্জামান চাঁন, এনামু কবির, আক্তারুজ্জামান রাহাত, জেলা জাসাসের সভাপতি জাহিদুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুন্ম সাধারণ তহিদ ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ।

রূপগঞ্জ (না.গঞ্জ) নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের কাঞ্চন-কুড়িল, বিশ্বরোড সড়কে ও জয়বাংলা চত্বর এলাকায় পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান হুমায়ুন, বিএনপি নেতা বাছিরউদ্দির বাচ্চু, শরিফ আহমেদ টুটুল, যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, জেলা ছাত্রদল নেতা নাহিদ হাসান, সুলতান মাহমুদ, সেচ্ছাসেবক দল নেতা আলী হোসেন প্রমুখ।

কেশবপুর (যশোর) : কেশবপুর শহরের দলীয় কার্যালয়ের মাঠে সমাবেশে পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আবদুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, থানা বিএনপির আহ্বায়ক পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক প্রভাষক আবদুর রাজ্জাক, বিএনপি নেতা প্রভাষক আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ, কুতুব উদ্দিন বিশ্বাস, শেখ শহিদুল ইসলাম, নুরুজ্জামান চৌধুরী, রেজাউল ইসলাম, আবদুল হালিম অটল প্রমুখ।

সোনাগাজী (ফেনী) : সোনাগাজী কলেজ রোড থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের জিরো পয়েন্টের দিকে অগ্রসর হতে মুখোমুখী অবস্থান নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মধ্যখানে পুলিশ অবস্থান নিয়ে বিএনপির মিছিলে ব্যারিকেড প্রদান করে। এ সময় পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন ও উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণের নেতৃত্বে নেতাকর্মীরা সতর্ক অবস্থানে ছিলেন। উপজেলা বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশ প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু ও সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত