ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৩৬০ পরিবারকে ছাগল উপহার

৩৬০ পরিবারকে ছাগল উপহার

দিনাজপুরের কাহারোল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে গত রোববার রাতে ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) প্রকল্পের আওতায় ৩৬০ পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাইম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি মনোরঞ্জনশীল গোপাল। তিনি বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। কারণ, গত ১৪ বছরে দেশের সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রমের ফলে বাংলাদেশ আর্থ-সামাজিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। জনগণ এর সুফল ভোগ করছে। তাই আগামী ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল মালেক সরকার, ভাইস চেয়ারম্যান ইদয় চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা মো. রায়হান আলী জানান, উপজেলা অ্যাগ্রিকালচার ইনোভেশন ফান্ড-২ এর আওতায় পয়েশ ছাগল পালন সিআইজি এর ২০ সদস্যকে ৬০টি ছাগী, দুটি পাঠা, ২০টি মাচা বিতরণ করা হয়। এছাড়া এই প্রকল্পটি দেশের ২৭০টি উপজেলার নির্বাচিত সুফলভোগীদের মধ্যে কার্যক্রম চলমান আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত