টাঙ্গাইলের কালিহাতীর সহদেবপুর ইউনিয়নের ভুক্তা এলাকায় নদী খনন প্রকল্পের উত্তোলনকৃত সরকারি বালু বিক্রির অভিযোগ উঠেছে। সরেজমিন দেখা যায়, কালিহাতী উপজেলার ভুক্তা এলাকায় পৌলী নদী থেকে উত্তোলিত সরকারি বালু সহদেবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি মহল রাতের আঁধারে বিক্রি করছেন। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রতি রাতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এতে করে সহজেই ওই প্রভাবশালী মহলটি আঙুল ফুলে কলা গাছ বনে গেছেন। অপরদিকে, লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, বালু বিক্রির কারণে নদী পাড়ের কয়েকশত বসতবাড়ি ও শহর রক্ষা বাঁধ হুমকির মুখে রয়েছে। স্থানীয় একটি সূত্র জানায়, তোফাজ্জল হোসেন প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে নদীর বালু বিক্রি করে আসছেন। কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়। এছাড়া তোফাজ্জল স্থানীয় মিষ্টি বিড়ির স্বত্বাধিকারী।
তোফাজ্জল হোসেন জানান, তিনি তার নিজস্ব ভূমিতে ভেকু বসিয়ে বালু বিক্রি করছেন। তারপরও সবাইকে ম্যানেজ করেই তিনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। কেউ যদি বালু বিক্রি করে থাকে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।