অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্যের সমাবেশ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে অপপ্রচারের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার কোলাপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মাহবুব শাহ ফুলকচিতে তার নিজ কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি উকিন্দ্র বাড়ৈ, স্থানীয় জৈনুদ্দিন বেপারী প্রমুখ। ইউপি সদস্য বলেন, আমার প্রতিপক্ষ নুরুল ইসলাম মেম্বার গত ইউপি নির্বাচনে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান এবং এরপর থেকেই তিনি তার সমর্থিত লোকজন নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছেন। তার পক্ষীয় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ভাই আ. রাজ্জাকের মাধ্যমে একটি রাস্তার কাজ করার জন্য গত ১২ জানুয়ারি কাউকে অবগত না করে হিন্দু সম্প্রদায়ের গনেশ ও কার্তিকদের পুকুর থেকে মাটি কেটে রাস্তার ভরাটের জন্য সেচ কাজ শুরু করেন আ. রাজ্জাক। পুকুরের পানি সেচলে পাড়ে থাকা দুইটি বসত ঘর ধসে পড়বে কার্তিকের মামা সাবেক ইউপি সদস্য বিজয় বাছার এসে আমার কাছে নালিশ করেন। আমি ঘটনাস্থলে গিয়ে বসতঘর যাতে ধসে না পড়ে, সে ব্যবস্থা করে পানি সেচতে অনুরোধ জানাই আ. রাজ্জাককে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে অতর্কিত আমার ও ছোট ভাইকে মারপিট করে আহত করেন। পরবর্তীতে তারা আমাকে চাঁদাবাজ আখ্যা দিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করায় এবং গত ১৬ জানুয়ারি ইউপি নির্বাচনে আমারবিরোধী সমর্থকদের নিয়ে মানববন্ধন করে অপপ্রচার চালিয়ে আসছে।