ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে স্মারকলিপি

উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে স্মারকলিপি

নানা অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে স্মারকলিপি দিয়েছেন নীলফামারী সদরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের কাছে সব চেয়ারম্যানের স্বাক্ষরিত অভিযোগপত্র তুলে ধরেন সদর ইউনিয়ন পরিষদ সমিতির সভাপতি আব্দুর রউফ চৌধুরী। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার জেসমিন নাহার সব চেয়ারম্যানের নাম ধরে ডাকেন, টিআর কাবিখা থেকে ২০ ভাগ কমিশন নেন। গ্রাম পুলিশ নিয়োগের সদস্য সচিব চেয়ারম্যানরা থাকলেও তাদের কোনোকিছু না বলে উৎকোচ গ্রহণ করে একাই নিয়োগ দেন। এই বিষয়ে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ সাত দিনের সময় বেঁধে দিয়েছেন বলে জানান, সদরের পঞ্চপুকুরের চেয়ারম্যান ওয়াহেদুল সরকার। এই উৎকোচ দানের বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, ২০ পার্সেন্ট তো উনি নেন সেটা চেয়ারম্যানরা বলেছেন। এই বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার বলেন, চেয়ারম্যানরা যা লিখিত অভিযোগ করেছেন তা মিথ্যা বানোয়াট। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহারের বক্তব্য সম্পর্কে সংগলশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুর রহমান বলেন, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ সাত দিন সময় নিয়েছেন বিষয়টি দেখবেন বলে, সেই দিন শেষ হলে আপনারা দেখবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত