ফরিদপুরের মধুখালী উপজেলার বিস্তৃত মাঠজুড়ে বিছানো রয়েছে যেন হলুদ গালিচা। উপজেলার পৌর সদরের ৯নং ওয়ার্ডের মেছড়দিয়া গ্রামের দিগন্ত বিস্তৃত মাঠ সরিষার ফুলে ফুলে ভরে গেছে। শুধু হলুদ আর হলুদ। রঙের পাশাপাশি হলুদ ফুলের গন্ধ মাতিয়ে দিয়েছে পুরো এলাকা। রং আর সুবাসে প্রকৃতি সেজেছে অপরুপ সৌন্দর্যে ও নান্দনিক রুপে। পৌরসভা ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামের মাঠে এবার কৃষি বিভাগের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। সরিষার ফুলে ফুলে ভরে গেছে উপজেরার বিভিন্ন গ্রামের মাঠ। সেই সাথে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়েছে উঠেছে। মধুখালী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ১ হাজার ২৮০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৪০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে আর কৃষি বিভাগের প্রণোদনা দেয়ায় এবার আবাদ বেশি হয়েছে। সেই সাথে পরিমিত পরিচর্যার কারণে ফলনও ভালো আশা করছেন তারা। সরিষার ফলন ধরা হয়েছে প্রতি হেক্টর জমিতে ১.৫ টন করে। পৌর সভার মেছড়দিয়া গ্রামের কৃষক ইব্রাহিম মৃধা বলেন, এবার ঝড়বৃষ্টি না হওয়ায় সরিষার কোনো ক্ষতি হয়নি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হবে বলে আমরা আশা করছি। মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলভির রহমান বলেন, সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় এ বছর কৃষকদের পর্যাপ্ত সার ও বীজ দেয়া হয়েছে। ফলন ভালো পেতে আমরা নিয়মিত কৃষক বাইদের পরামর্শ দিয়েছি এবং দিচ্ছি। আমরা এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সরিষা পাব বলে আশা করছি।